Breaking News

লালগড়ের রামগড়ে শহীদদের শ্রদ্ধা জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড়ের রামগড়ে দলীয় কার্যালয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো | প্রসঙ্গত, ২০০৯ সালের ২ রা ফেব্রুয়ারি নিহত রাজা রাম মান্ডি ও তার ছেলে লখিন্দর মান্ডি এবং গোপীনাথ সোরেনের স্মৃতিতে স্মরণসভার আয়োজন করা হয় | এদিন তিন শহীদের ছবিতে মাল্যদান করে তাঁদের শ্রদ্ধা জানান ছত্রধর মাহাতো | এদিন ছত্রধর মাহাতো, বলেন ওই তিন শহীদের রক্ত বিফলে যায়নি|

বাংলার মানুষ খুনি সিপিএমকে বিদায় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি | তিনি আরও বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে | ঐ তিন শহীদ পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে ও আগামী দিনেও থাকবে বলেও জানান তিনি | এদিন ওই তিন শহীদ পরিবারের সদস্যদের শীত বস্ত্র দিয়েও সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে | এদিনের স্মরণ সভায় তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বিনপুর ১ ব্লকের সভাপতি শ্যামল মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাজু হাঁসদা,নেত্রী নিয়তি মাহাতো ও রামগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত সিং সহ আরও অনেকে |প্রসঙ্গত, ২০০৯ সালের ২ রা ফেব্রুয়ারি লালগড় থানার রামগড় অঞ্চলের খাসজঙ্গল এলাকায় সিপিএমের হার্মাদ বাহিনি ওই তিনজনকে নৃশংস ভাবে খুন করে বলে অভিযোগ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *