Breaking News

বর্ধমানে বামফ্রন্টের বিরাট সভায় উপস্থিত ত্রিপুরার প্রাক্তণ মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন ত্রিপুরা দেখে শিক্ষা নিক বাংলা

প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনে বামকর্মীদের ভোকাল টনিক দিতে ত্রিপুরার প্রাক্তণ মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরাট সভা করলেন বর্ধমানে | কেন্দ্রীয় বাজেট থেকে বিতর্কিত কেন্দ্রীয় কৃষিআইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ত্রিপুরার সিপিএম নেতা মানিক সরকার | তিনি বলেন আমাদের রাজ্য ত্রিপুরা থেকে শিক্ষা নিন |

বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গড়তে দেবেন না |লকডাউনে মানুষকে বিপদে ফেলেছিল বিজেপি সরকার | গোটা দেশে ৫২ কোটি পরিষায়ী শ্রমিক আছে | অসহায় হয়ে পড়ে কোটি কোটি মানুষ | বহু মানুষ প্রাণ হারিয়েছেন | লকডাউনে কাজের সূত্রে বাইরে থাকা মানুষ গুলো আটকে পড়েছিলো |মানুষজন লকডাউনের সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তাদের কথা ভাবেনি | কর্মীদের দাবি আদায়ের জন্য কথা বলতে পারবে না তাঁরা | তিনি অভিযোগ করেন, আদানি-আম্বানীদের হাতে দেশ বিক্রি হয়ে গিয়েছে | বিজেপি মালিক ও মহাজনদের স্বার্থ দেখে | কৃষিবিল নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করলেন মানিক সরকার | একসময় বামেদের গড় বলে পরিচিত পূর্ব বর্ধমানে এখন তৃণমূলের দাপট | পাশাপাশি বিধানসভা ভোটে এবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি | সেই ভোটমুখী বাংলায় এসে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ শানালেন মানিক সরকার | বর্ধমানের টাউন হলের ভরা সভা থেকে বিজেপি ও তৃণমূল, দুই দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আনলেন তিনি | তাঁর কথায়, “ত্রিপুরায় যেমন বিজেপি মণ্ডলের লোকেরা একশো দিনের কাজের টাকা লুট করছে, বাংলায় তৃণমূল সরকারও তাই করেছে|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *