দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোটে রাজ্যে জিতবে তৃণমূলই। সোমবার আদালতে পেশের সময় এমনই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।দল তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বা তৃণমূল মহাসচিবের পদ থেকে অপসারিত করলেও তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছেন তা সোমবার ফের স্পষ্ট করে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফের মুখ খুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা গেল তাঁর মুখে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূলই।সোমবার প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থকে। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাঁর কুশল জানতে চান। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে কী ফল হতে পারে তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন এক সাংবাদিক। গাড়ির দরজায় দাঁড়িয়ে সেই প্রশ্নের জবাব দেন পার্থবাবু। বলেন, ‘তৃণমূল জিতবে, তৃণমূল। এর পর গাড়িতে উঠে পড়েন তিনি।দলের পদ থেকে তাঁকে অপসারণ করা হলেও তিনি যে দলের পাশেই আছেন, সোমবার আলিপুর আদালতে আরও এক বার সেই বার্তাই দিলেন প্রাক্তন নেতা | এর আগেও তিনি জানিয়েছিলেন, তৃণমূল তাঁর পাশে না থাকলেও তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন। পঞ্চায়েত ভোট প্রসঙ্গেও সেই বার্তা শোনা গেল পার্থর মুখে। পার্থ-সহ ৭ জনকে সোমবার আদালতে তোলা হয়েছে। রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের মতো প্রাক্তন শিক্ষাকর্তারা। তাঁদের আইনজীবী জানিয়েছেন, আদালতে জামিনের জন্য আবেদন করা হবে। পাশাপাশি সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হবে বলে জানা গিয়েছে।