প্রসেনজিৎ ধর, হুগলি:- নাবালকের রহস্যমৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির মগরায়। ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন সুজয় শীল (১৭) নামে ওই নাবালক। সোমবার ইমামবাড়া হাসপাতালে তাঁর দেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা। এর পর প্রেমিকার বাড়িতে হামলা চালান সুজয়ের আত্মীয়রা। আক্রান্তদের উদ্ধার করতে এলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা ইঁট ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। জানা গিয়েছে, হুগলির মগরার কৃষ্ণদাস কলোনির বাসিন্দা ওই নাবালক। নাম সুজয় শীল। পরিবার ও প্রতিবেশীদের দাবি, এলাকারই এক নাবালিকার সঙ্গে বছর দুয়েকের সম্পর্ক ছিল তার। অভিযোগ, এই সম্পর্ক কোনওদিনই মেনে নেয়নি নাবালিকার পরিবার। তারা ক্রমাগত মৃত নাবালককে নানারকম হুমকি দিত। এসবের মাঝে গত ১৪ নভেম্বর ফোন পেয়ে বাড়ি থেকে বেরোয় ওই কিশোর। এরপর আর সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও লাভ হয়নি। অবশেষে রাতে মগরা থানায় অভিযোগ দায়ের করা হয়।সোমবার ইমামবাড়া হাসপাতালেরর মর্গে সুজয়ের দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। জানা যায় ১৪ নভেম্বর রাতেই ব্যান্ডেলে রেল লাইন থেকে উদ্ধার হয় সুজয়ের দেহ।এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রেমিকার বাড়িতে চড়াও হন সুজয়ের আত্মীয় ও প্রতিবেশীরা। শুরু হয় ভাঙচুর। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। পাল্টা ইঁট ছোড়ে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ।
কোনও ক্রমে প্রেমিকা ও তার বাড়ির লোকেদের বার করে নিয়ে যায় পুলিশ। এতে উত্তেজনা আরও বাড়ে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালাতে হয় পুলিশকে।নিহতের পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে মৃতের প্রেমিকার পরিবার। তারাই মারধর করে খুন করেছে কিশোরকে। যদিও হুমকির জেরে আত্মহত্যার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না পুলিশ। পুলিশের তরফে শুরু করা হয়েছে তদন্ত।