দেবরীনা মণ্ডল সাহা :- খেলতে খেলতেই পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি মালদহের চাঁচলের হারোহাজারা গ্রামের। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলকায়, শোকের ছায়া পরিবারে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ শিশুর মধ্যে একজন পুত্র একজন কন্যা। মৃত দুই শিশুর নাম আনিমুল হক বয়স(০৪) এবং তাসমিরা খাতুন বয়স(০৩)। আজ দুপুরে তারা পুকুর পাড়ে খেলা করছিল। ঠিক সে সময় খেলতে খেলতে আচমকাই জলে পড়ে যায় আনিমুল। তাকে বাঁচাতে ছুটে আসে তাসমিরা। তারপরে সেও জলে পড়ে যায়। দুজনেরই জলে ডুবে মৃত্যু হয়। গ্রামবাসীরা তড়িঘড়ি করে জলে নেমে তাদের উদ্ধার করলে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই পুকুর এলাকাটিকে ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রসাশন। যাতে ভবিষ্যতের এই ধরনের ঘটনা না ঘটে।কি করে এই দুর্ঘটনা ঘটলো এবং দুই শিশু মৃত্যু হল তা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গ্রামবাসীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও এই দুর্ঘটনার পেছনে মূল কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ।পঞ্চায়েত নির্বাচনের আগে চাঁচলে করে জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমজনতা।যদিও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পুকুরটি কেন খনন হয়েছিল এবং আইনি কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।ঘটনায় শোকের ছায়া পরিবারে।