দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার বিরোধীরে দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা তারিখ ছুড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কিছুদিন আগে ডিসেম্বরের তিনটি তারিখ ঘোষণা করে বড় কিছু ঘটার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এবার তার পাল্টা, টুইটে জানুয়ারি মাসের একটি তারিখ দিলেন কুণাল ঘোষ|
শনিবার টুইটে তৃণমূল মুখপাত্র লিখেছেন, ‘ট্রেনি জ্যোতিষী বেশ কয়েকটি তারিখ দিচ্ছেন দেখে আমিও একটি দিন তারিখ দিচ্ছি। এক নাম করা জ্যোতিষীর কাছ থেকে আমি এটা পেয়েছি। তিনি জানিয়েছেন, বিয়ের দিন ছাড়া ডিসেম্বরে বিশেষ কোন দিন নেই। কিন্তু ২ জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ। দুপুর ১২টা।’ এরপর আর টুইটে বিস্তারিত তিনি কিছু লেখেননি। ঠিক যে ভাবে বিরোধী দলনেতা তারিখে কথা বলে শুধু অপেক্ষা করতে বলেছেন।স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সেদিন ঠি কী হতে চলেছে? অনেকেরই ধারণা সেদিনই হয়তো কিছু দলবদলুকে তৃণমূলে ফিরে আসতে বা যোগ দিতে দেখা যাবে। যদিও তৃণমূল নেতার এই ভবিষ্যতবাণীতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, এসব রটনা। ভুয়ো কথায় রাজ্যবাসী ভুলবে না। তারা চাকরির হিসেব চায়, দুর্নীতির হিসেব চায়।” সে যে যাই বলুক, বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। অভিষেকের হুঁশিয়ারির পর থেকেই দলের অন্দরে চর্চা শুরু হয়েছে মুকুল রায়, বাবুল সুপ্রিয়র পর এই তালিকায় নাম লেখাবেন কারা?সম্প্রতি বিধানসভার বাইরে শুভেন্দ অধিকারী সাংবাদিকদের বলেন, ‘১২, ১৪, ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ’। এর পর জল্পনা শুরু হয় কী হবে ওই তিনদিন। এর আগে থেকে বিজেপি অবশ্য ডিসেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ শাসকদলের কাছে, বলে আসছিল। এবার দলের একজন গুরুত্বপূর্ণ নেতা নির্দিষ্ট দিনও দিয়েছেন।