প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি । শনিবার সাত সকালে পার্ক সার্কাসে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর জখম হননি কেউ। গাড়িতে থাকা চালক-সহ তিন জন মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক ও যাত্রীরা পলাতক।চিংড়িঘাটা, উল্টোডাঙা, তারাতলা, উলুবেড়িয়ায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিনের এই পথ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার পথ দুর্ঘটনা ঘটল শহরে। স্থানীয় সূত্রে খবর, শনিবার শীতের সকালে ফাঁকা রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়। এই বিকট আওয়াজের জেরে অনেকের ঘুম ভেঙে যায়। তখন ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে প্রাইভেট গাড়ি। সেই গাড়ি থেকে চালক–সহ তিনজনকে গাড়ি থেকে বের করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গাড়ি থেকে বেরিয়েই পালিয়ে যান ওই তিনজন যাত্রী। গাড়িতে থাকা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে ।পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যাত্রীদের কাউকে পাওয়া যায়নি। কারা এই গাড়িতে ছিলেন? গাড়ির মালিক আসলে কে? সেসবই এখন জানার চেষ্টা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা পুলিশকে জানান, গাড়ির মধ্যে তিনজন ছিলেন। তবে কারও গুরুতর আঘাত লাগেনি। গাড়ির নম্বর দিয়ে মোটর ভেহিকেল্স থেকে তথ্য জানা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই চিংড়িহাটায় ভয়াবহ দুুর্ঘটনায় আহত হন পরপর ৮ জন। দুর্ঘটনায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, সে দিন একটি গাড়ি নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। চালক সিগন্যাল মানেননি বলেই অভিযোগ ওঠে। একজন সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলেও কার্যত তাকেই ধাক্কা মেরে দ্রুতগতিতে এগিয়ে যায় গাড়িটি। এরপর চালক বাঁচতে আরও গতি বাড়িয়ে দেন। এরপর একটি টাটা সুমোকে ধাক্কা মারে, যেটি উল্টে যায়। একজন পথচারীও আহত হন, উল্টে যায় একটি সাইকেলও।