অভিষেক সাহা, মালদহ :- কন্যাশ্রী প্রকল্পের লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে | এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হল মালদহের হরিশ্চন্দ্রপুরে | উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তালবাংরুয়া হাই-মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ খাইরুল আলম |
তাঁর বিরুদ্ধে কন্যাশ্রীর টাকা,লক ডাউনে চাল,ডাল বিতরণ থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগে বুধবার বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ | যদিও অভিযোগ অস্বীকার করেছেন তালবাংরুয়া হাই-মাদ্রাসার প্রধান শিক্ষক | উপরন্তু তার গরহাজিরে তৃণমূলের মদতে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তাঁর | সেই কাজে বাধা দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানান মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল মদতপুষ্ট কিছু মানুষ বলেও অভিযোগ তাঁর | তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “তৃণমূলের কেউ এতে যুক্ত থাকলে এফআইআর করেননি কেন? ভোটের আগে এসব মিথ্যা অভিযোগ তুলছে বিরোধীরা | যদি প্রমাণ হয় আমাদের দলের কেউ যুক্ত আছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে |” বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন “কাটমানি নেওয়া তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে দাঁড়িয়েছে | আজ একটা স্কুলে ধরা পড়েছে, তদন্ত করে দেখা যাবে প্রতিটা স্কুলেই এই দুর্নীতি করছে। সবাই জড়িয়ে আছে এতে |”কাটমানি বিতর্ক যেন পিছু ছাড়ছে না শাসকদলের | এবার কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি নিয়ে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস|