নিজস্ব সংবাদদাতা :- দল ভাঙানোর রাজনীতিতে ঘাসফুল বনাম পদ্মফুল লড়াই অব্যাহত ভোটের মুখে | যখন একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তখন পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও | এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায় | বুধবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি | তৃণমূলে যোগ দিয়েই সৃজন বলেন,“বর্তমানে রাজ্যে যে সংস্কৃতি চলছে তা আমাদের পরিপন্থী | আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রকৃত ধর্মনিরপেক্ষ | তাই তৃণমূলে যোগ দিলাম আমি |”এদিন সৃজনের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর ব্রাত্য বলেন, “আজ সৃজন রায় তৃণমূলে যোগ দিলেন | এই রায় পদবীটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ | কারণ তিনি মুকুল রায়ের শ্যালক” | প্রসঙ্গত, গত বছর রেল বোর্ড চাকরি দেওয়ার নামে প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছিল সৃজনের | সেই মামলায় রাজ্যের পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে তাঁকে | ১০ মাস জেলে ছিলেন তিনি | এবার তাঁকেই দলে নিল তৃণমূল | যা নিয়ে জোর বিতর্ক রাজ্য রাজনীতিতে | এদিন তৃণমূল ভবনে সৃজন রায় ছাড়াও যোগ দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার, অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার |