Breaking News

বেহালাবাসীর জন্য সুখবর!চলতি সপ্তাহতেই উদ্বোধনের পথে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর শনিবার এই রুটের মেট্রোর উদ্বোধন করা হবে। উদ্বোধনের একদিন পর সোমবার থেকে চালু হবে যাত্রী পরিষেবা।আগামী ১৭ ডিসেম্বর,শনিবার উদ্বোধন হতে চলেছে জোকা – তারাতলা মেট্রোর। এই মেট্রো উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তবে এই প্রকল্পের ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে উদ্বোধনের দিকে জোকা-তারাতলা মেট্রো। কলকাতার তৃতীয় মেট্রো লাইন হিসেবে পরিচিত এই প্রকল্পটি।এর আগে গত নভেম্বর মাসে জোকা তারাতলা মেট্রো রুটে ট্রেন চলাচলে ছাড়পত্র দেয় রেলওয়ে সেফটি কমিশন। ওই মাসে এই রুটের পরিকাঠামো খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান। রেলওয়ে সেফটি কমিশনের তরফে সরেজমিনে খতিয়ে দেখার পর ছাড়পত্র দেওয়া হয়। জোকা-তারাতলা রুটের সব মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়।চলতি বছরে দুর্গা পুজোর আগে জোকা-তারাতলা মেট্রো লাইনে সাড়ে ৬ কিলোমিটার পথে ট্রায়াল রান করেছে মেট্রো কর্তৃপক্ষ। গত ১৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে মেট্রো ছোটানো হয়েছিল এই রুটে। জোকা-তারাতলা মেট্রো রুটে মোট ছটি স্টেশন রয়েছে। সেগুলি যথাক্রমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। মেট্রো রেল সূত্রে খবর, স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। এই রুটে ন্যূনতম ভাড়া থাকছে ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ২০ টাকা। মাঝামাঝি যাতায়াতের জন্য ভাড়া থাকছে ১০ টাকা।২০১০ সালে ভারতের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জোকা-তারাতলা মেট্রো প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর অবশেষে চালু হতে চলেছে যাত্রী পরিষেবা। জোকা তারাতলা মেট্রো পরিষেবা চালু হলে বেহালাকে যানজট থেকে মুক্ত করা যাবে বলে মনে করছে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *