দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ফের ভাঙল বহুতল | মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ল। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে আপাতত হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল। তখনই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন পৌঁছে গিয়েছেন। রয়েছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়।সেই কাজ শুরু হওয়ার পরই বহুতলের আবাসিকরা সাময়িক ভাবে ফ্ল্যাট খালি করে অন্যত্র ভাড়া থাকতে শুরু করেছিলেন৷ সেই কাজ চলার মাঝেই হুড়মুড়িয়ে একপাশে হেলে পড়ে বহুতলটি৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের মধ্যে৷প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটবাড়ির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটবাড়়িটি এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই কারণে কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না। ফ্ল্যাটবাড়ি হেলে যাওয়ার খবর শুনে দৌড়ে আসেন অনেকে। শিউলি বক্সী নামের ফ্ল্যাটবাড়ির এক বাসিন্দা বলেন, “ফ্ল্যাট লিফ্টিংয়ের কাজ শুরু হওয়ার পরে আমরা পাশেই ভাড়াবাড়িতে ছিলেন। এক প্রতিবেশী ফোন করে বললেন, তোমাদের ফ্ল্যাট থেকে আওয়াজ হচ্ছে। ছুটে গিয়ে দেখি পুরো হেলে গিয়েছে।” পরে এলাকায় যায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত।এই ঘটনা প্রসঙ্গে যাদবপুরের তৃণমূল বিধায়ক বলেন, “বাড়িটি ১০-১২ বছরের পুরনো। বাড়িটি হেলে গিয়েছিল। ফ্ল্যাটবাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে বাড়িটি লিফ্ট করার চেষ্টা করছিলেন। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়া হয়নি।” আস্ত ফ্ল্যাটবাড়ি হেলে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা থেকে বহু মানুষ জড়ো হন। পুলিশ গার্ডরেল করে গোটা এলাকা ঘিরে দেয়।