প্রসেনজিৎ ধর, হুগলি:-ডানকুনির ক্রসিংয়ে জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজের গার্ডরেলের ঢালাই চলাকালীন দুর্ঘটনা। ভেঙে পড়ল ঢালাইয়ের একাংশ। মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যিনি আহত তিনি নির্মীয়মাণ ব্রিজের নীচের অংশে কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ এবং সঙ্গে নির্মীয়মাণ অংশে কেউ যাতে এসে না পড়েন সেই দিকে নজর রাখছিলেন। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত তিনি।
এই রাস্তা অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন জাতীয় সড়কের উপর দিয়ে বহু মানুষের যাতায়াত।স্বাভাবিকভাবেই এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। পর্যাপ্ত পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার সংশ্লিষ্ট এলাকায় মোতায়েনের দাবি করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম।উল্লেখ্য, দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ওভার ব্রিজ। সেইমতো কাজ চলছিল ডানকুনি এলাকায় এই ওভার ব্রিজটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal