দেবরীনা মণ্ডল সাহা :- ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিকরা। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। প্রত্যেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা ভারতে থেকে গিয়েছিলেন তা জানার চেষ্টায় পুলিশ।সোমবার ধৃতদের পেশ করা হয় বারুইপুর আদালতে।সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার এক বাড়ি ভাড়া করে ছিলেন ৫ বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশ। খোঁজখবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুণ্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকত ৫ বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, টুরিস্ট ভিসা নিয়ে ওই পাঁচ বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন। পুলিশ তাদের প্রথমে আটক করে। বৈধ ভিসা না দেখাতে পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। এখানে থেকে যাওয়ার পিছনে তাঁদের আরও কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।