Breaking News

মঙ্গলে অভিভাবকদের সঙ্গে বৈঠক নব নালন্দা কর্তৃপক্ষের!ক্ষুব্ধ অভিভাবকদের আশ্বস্ত করেন প্রিন্সিপাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে বড় দুর্ঘটনা ঘটেছে। স্কুলে ঢুকতে গিয়ে কাচ ভেঙে পড়ে জখম হয় স্কুলেরই দুই ছাত্র। সেই ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তো বটেই প্রশ্ন উঠেছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। সেই প্রেক্ষিতে মঙ্গলবার গোটা বিষয় নিয়ে অভিভাবকরা বৈঠক করতে চলেছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। মঙ্গলবার সকাল ১১টায় অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসবেন স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। বৈঠকে থাকবেন ১০ জন অভিভাবক। দুর্ঘটনার পর সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল চত্বরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ অভিভাবকদের আশ্বস্ত করেন প্রিন্সিপাল। প্রত্যেক ছাত্রছাত্রীকে নিশ্চিন্তে স্কুলে পাঠানোর কথা বলেন তিনি।এদিনের দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল। বলেন, “এটি একটি দুর্ঘটনা। স্কুলে রক্ষণাবেক্ষণের দিকে আমরা নজর রাখি। প্রত্যেক পড়ুয়ার দায়িত্ব আমাদের। আপনারা মঙ্গলবার থেকে স্কুলে বাচ্চাদের নিশ্চিন্তে পাঠাতে পারেন।” এই ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুল্যান্স চালককে শোকজ করা হয়। কারণ অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুল্যান্সের জন্য ফি নেওয়া হয়। তা সত্ত্বেও সোমবার সকালে দুর্ঘটনার পর ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি। প্রথমে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের জেরে অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি। মঙ্গলবার স্কুলের প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করার কথা অভিভাবকদের একটি প্রতিনিধি দলের। সূত্রের খবর, ১০ জন অভিভাবক সেই বৈঠকে থাকতে চলেছেন। ইতিমধ্যে স্কুলের তরফে প্রিন্সিপাল ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর কথায়, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে স্কুলে নিরাপত্তার কোনও অভাব নেই। পাশাপাশি রক্ষণাবেক্ষণেরও সবরকম ব্যবস্থা রয়েছে। যদিও অভিভাবকরা এই আশ্বাস বার্তায় খুশি হতে পারেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *