প্রসেনজিৎ ধর, কলকাতা :- গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ কিন্তু নবান্ন অভিযান বন্ধের দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ।কোনও অনামী সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ সেই অভিযান বন্ধ করতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়।মামলায় বক্তব্য, ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের জন্য রাস্তাঘাটে জ্যাম হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ এদিন গঙ্গাসাগর থেকে তীর্থযাত্রীরা ফিরবেন ৷ ফলে নবান্ন অভিযান বন্ধ করতে আদালতের নির্দেশ জারির দাবি তোলা হয়েছে৷ এ বিষয়ে প্রধান বিচারপতির অবশ্য মন্তব্য, “গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবারের ৷ নবান্ন তো অন্যদিকে। আর এর আগেও তো পুলিশ নবান্ন অভিযান সামলেছে ।”নবান্ন অভিযানকে কেন্দ্র করে এর আগে একাধিকবার প্রবল অশান্তি দেখা গিয়েছে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলত ১৬ তারিখের নবান্ন অভিযানে অশান্তি হলে পুণ্যার্থীরা বিপাকে পড়তে পারেন, এই আশঙ্কায় আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পুণ্যার্থীদের সুরক্ষার দাবি জানানো হয়েছে। আদালত সূত্রের খবর, ওইদিন কোকো নামে একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই অভিযান হবে কিনা, এ ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত রায়দান করবে আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal