প্রসেনজিৎ ধর, কলকাতা :- পকসো মামলায় গ্রেফতার হয়েছিলেন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। কালীঘাট থানায় দায়ের হওয়া মামলায় জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গত নভেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনের শর্ত হলো, আপাতত কালীঘাট থানা এলাকায় ঢুকতে পারবেন না বিকাশ।কয়লা ও গরু পাচার দুটি মামলাতেই বিকাশকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আপাতত জামিনে আছেন। তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। তার মধ্যেই বিকাশ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা করে বিকাশ। বাড়িতে একা থাকার সুযোগে তার যৌন হেনস্তা করা হয় বলেও অভিযোগ। বিনয়ের স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের স্ত্রী। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় বিকাশকে।পকসো মামলাতেই জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিকাশ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানান তিনি। সোমবার মামলার শুনানিতে তাঁর আইনজীবী বলেন, “এটি পারিবারিক বিবাদ। বিনয় মিশ্রকে অযথা ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। কালীঘাট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমার মক্কেলের বিরুদ্ধে পুলিশও পর্যাপ্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি।”ডিসেম্বরে সিবিআই-এর বিশেষ আদালতে কয়লা-মামলায় চার্জ গঠনও হয়। সে দিন ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র। বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, ২০২৫ সালের ২১ জানুয়ারি বিচার শুরু হবে। তার আগে জামিন পেলেন বিকাশ।