প্রসেনজিৎ ধর,কলকাতা :-বিষাক্ত স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্যদপ্তরের ৮ সদস্যের কমিটির পাশাপাশি তদন্ত করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতিও রয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।বিতর্কের কেন্দ্রে এখন ওই স্যালাইন আসলে কী? তা কাদেরই বা দেওয়া হয়? স্যালাইন থেকেই কি রোগীর মৃত্যু হয়েছে? প্রাথমিক রিপোর্টে স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি অনুমান করেছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ। সবটা নিশ্চিত হতে তাই এবার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জানালেন, যারা দোষী, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে।সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে নিজেই পুরো ঘটনার উপর নজর রাখছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনও রকমের সাফিলতি বরদাস্ত করা হবে না। গাফিলতি হয়েছে, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা হবে। এই মেদিনীপুরের মেডিক্যালের ঘটনায় সিআইডি তদন্ত হবে বলে জানিয়েছেন মখ্যমন্ত্রী।