Breaking News

ট্রামলাইন বুজিয়ে দেওয়া যাবে না! ট্রাম রাজ্যের ঐতিহ্য, বাঁচিয়ে রাখতে হবে, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা শহরে ট্রাম, ট্রাম লাইন নিয়ে বিড়ম্বনা অব্যাহত। এবার তিলোত্তমার ঐতিহ্য ট্রাম নিয়ে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট| অবিলম্বে ট্রামলাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে হবে, কড়া নির্দেশ দিল আদালত | আদালতের নির্দেশ পালন হচ্ছে কিনা, এবিষয়ে নিশ্চিত হতে রাজ্যকে ছবি-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে।” এ ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে বলেও মনে করে আদালত।
শহরের দু জায়গা থেকে ট্রাম লাইন বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের নির্দেশের পাশাপাশি আদালতের আরও পর্যবেক্ষণ, “উপর তলার হাত না থাকলে এই ভাবে ট্রাম লাইন বুজিয়ে ফেলা যায় না!”প্রধান বিচারপতির নির্দেশ, কলকাতা পুলিশ তদন্ত করে দেখবে যে দুজায়গায় ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে সে ব্যাপারে। এদিকে ট্রাম সংরক্ষণে কমিটির রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে। রিপোর্টে রাজ্য উল্লেখ করেছে, তারা নিয়মিত বৈঠক করছে। একইসঙ্গে ট্রাম লাইন বুজিয়ে ফেলার নির্দেশ রাজ্যের পরিবহন দফতরের তরফে দেওয়া হয়নি। অপরদিকে ট্রামের মামলা শোনাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য ঠিকঠাক টাকা দিচ্ছে না। রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *