Breaking News

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত,আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বড় দাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতার শুরুতেই মমতা বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত।তিনি বললেন, ‘‘আমরা বাংলা থেকে এই দাবি তুলব | লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন | তিনি ভারতের আইকন | তাঁকে ভারতরত্ন দেওয়ার জন্য আমরা দাবি তুলব |”এদিন উদ্বোধনী অনুষ্ঠান ছিল দীর্ঘ | মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ বক্তা৷ তাঁর আগে দীর্ঘ বক্তব্য রাখেন অমিতাভ বচ্চন৷ তিনি সিনেমার জগতের ইতিহাস নিয়ে কথা বলেন৷ তার পরেই বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি উঠেই এসেই বলেন, ‘অমিতাভ বচ্চন লিভিং লেজেন্ড৷ তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি আমরা তুলব৷’বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঞ্চে ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন। ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় বক্তব্য রাখলেন শাহেনশা, বাদশাহরা। দু’জনেরই বক্তব্য, মাঝে কোভিডের কারণে এই উৎসবে কলকাতায় আসা স্থগিত হয়ে যাওয়ায় তাঁদের মনখারাপ হয়েছিল। এ বছর আবার সব আগের মতো হওয়ায় দারুণ আনন্দিত অমিতাভ, শাহরুখ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন, উপস্থিত অতিথিদের জন্য সকলের উচিত উঠে দাঁড়িয়ে একবার সন্মান প্রদর্শন করা | সেই সন্মাননা প্রদর্শন করা হয় অমিতভা, শাহরুখদের | মমতা উল্লেখ করেন, বাংলা ও মুম্বইয়ের যোগসূত্রের কথাও | তিনি বলেন, কুমার শানু, রানি মুখোপাধ্যায়ের মত শিল্পীরা দুই শহরের মধ্যে যোগসূত্র তৈরি করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *