প্রসেনজিৎ ধর, কলকাতা :- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গেল চাঁদের হাট। বৃহস্পতিবার উদ্বোধন হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আসরে শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল লাল রঙের ম্যাচিং পোশাকে। রাজ্য রাজনীতিতে দু’জনের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা চলছিল। তার মাঝে এদিন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেল এই জুটিকে। বৃহস্পতিবার দুপুরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশ করে কথা বলেন তৃণমূল নেতা অরুপ বিশ্বাস, শান্তনু সেন, তাপস রায়ের সঙ্গে৷ কথা বলা এবং সৌজন্য বিনিময়ের পর তাঁরা নির্মল মাঝির পাশে আসন গ্রহণ করেন৷সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু’জনে৷ যদিও তাঁরা তৃণমূলে যোগ দেননি৷ কিন্তু শোভন জানিয়েছিলেন, দল যা বলবে, তাই করবেন৷ জল্পনার রেশ মিটতে না মিটতেই ফের নেতাজি ইন্ডোরের সরকারি অনুষ্ঠানে দেখা মিলল দু’জনের৷ এ দেখা যে জল্পনা বাড়িয়ে দেওয়ার মতো, তা বলাই বাহুল্য৷ দুপুরে তাঁরা উপস্থিত হয়ে কথা বললেন অরুপ বিশ্বাস, শান্তনু সেন, তাপস রায়ের সঙ্গে৷ তাঁরা গিয়ে বসলেন নির্মল মাঝির পাশে৷ সব মিলিয়ে যেন পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেন দু’জনেই৷প্রসঙ্গত এদিন ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। টলিউডের একঝাঁক তারকার পাশাপাশি কুমার শানু, অরিজিৎ সিং এর মত বিশিষ্ট অতিথিরা। মঞ্চে উপস্থিত ছিলেন মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায় ছারাও মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা।
Hindustan TV Bangla Bengali News Portal