Breaking News

চিনে ফের করোনার চোখরাঙানি!বাংলায় নজরদারি টিম গঠনের নির্দেশ মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিন-সহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আচমকা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ নজরদারি টিম গঠনের সিদ্ধান্ত নিলেন।বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের শেষেই করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। সতর্ক থাকার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।সাগরমেলায় যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য তিনি একাধিক পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম গঙ্গাসাগর মেলায় জঙ্গি হামলা রুখতে জলপথে নজরদারি।বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিনে করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। অরূপ বিশ্বাসের মুখে ওই কথা শুনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে পর্যবেক্ষক টিম গঠনের নির্দেশ দেন। দলে যোগীরাজ রায়কে নেওয়ার কথাও বলেছেন।এদিকে, দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সকলকে করোনার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্যের পৌরহিত্যে এদিন দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। গতকাল মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়ে জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। চিন, জাপান, দক্ষিণ করোয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় সোমবারই প্রাথমিক সতর্কতা জারি করেছিল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *