দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কর্মীদের নতুন তৃণমূল ভবনের ভিত পুজো হতে চলেছে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসেই।তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের পুরনো পার্টি অফিসের জায়গাতেই নতুন বাড়ি গড়ে উঠবে। তাই মেট্রোপলিটন বাইপাসে একটি বাড়ি ভাড়া নিয়ে দলের কাজ এখন চলছে। সেখানে গৃহপ্রবেশ সেরে দলের কোর কমিটির বৈঠক সেরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর পুরনো পার্টি অফিস ভেঙে সেখানে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৩ সালের প্রথম দিন তারই ভিত পুজো হওয়ার কথা।২০২১-এর বিধানসভা ভোটে জিতে এসে দলের পুরনো সদর দফতর ভেঙে সেই জায়গাতেই নতুন ভবন তৈরির সিদ্ধান্ত হয়। প্রথম দফায় বেসরকারি সংস্থাকে দিয়ে নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও পরের দিকে মমতা এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তাঁর তত্ত্বাবধানেই নতুন ভবনের কাজ হবে। নতুন বছরের প্রথম দিন সকাল ১০টায় তারই ভিত পুজো হওয়ার কথা। থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই গ্রামীণ মানুষজনের কাছে পৌঁছতে বড় কর্মসূচী নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার ২ জানুয়ারি সমস্ত সাংসদ–বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কর্মসূচি শুরু হওয়ার আগে পার্টি অফিসের ভিত পুজো তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে উজ্জীবিত করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা। পুরনো ভবনের সঙ্গে তৃণমূলনেত্রীরও আবেগ জড়িয়ে আছে। সেখানেই এবার নতুন পার্টি অফিস গড়ে উঠবে। যা সবসময় খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। এই নতুন পার্টি অফিস আরও বড় হবে। আগের তুলনায় অনেকটা বড় হলে সেখনে বহু কাজ করা যাবে। সাধারণ মানুষ এলে আরও বেশি করে দেখা করা যাবে। তাঁদের বসার ব্যবস্থা করা যাবে। এমনকী সেখানে কর্মীদের থাকার ব্যবস্থাও থাকবে। থাকবে নেতাদের বৈঠকের ঘর। প্রতিষ্ঠা দিবসে এখানে একাধিক কর্মসূচি নেওয়া হবে।স্বাভাবিকভাবেই নতুন করে যখন এই ভবন তৈরি শুরু হবে, তাতে কর্মীদের পুরনো আবেগে টান পড়বে। আকারে নতুন ভবন আরও বড় হবে। পুরনো ভবনের সামনে লাগোয়া জমিতে একটি মার্বেল সংস্থা ছিল। তাদের কাছ থেকে কিছুটা জমি নতুন ভবনের জন্য নেওয়া হয়েছে। সবটা মিলিয়ে আগের তুলনায় বড় আকারেই গড়া হবে নতুন ভবন।