প্রসেনজিৎ ধর, কলকাতা :- পরীক্ষা শেষের পরই শীঘ্রই ফল প্রকাশের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর সেই মতই পরীক্ষার মাত্র ১০ দিনের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আগামী ২৭ তারিখ কলকাতা জেলার উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। একইসঙ্গে এদিন বিজ্ঞপ্তিতে টেট পরীক্ষায় কলকাতা জেলার উত্তীর্ণ পরীক্ষার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার প্রেক্ষিতে ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করেছেন। অবশেষে তাঁদেরকে নিয়ে প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। কলকাতাতে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলার ডিপিএসসি অফিসগুলিতে আর ইন্টারভিউ নেওয়া হবে না। চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক টেবিল করা হচ্ছে বলে ও পর্ষদ সূত্রে জানা গিয়েছে।শীঘ্রই ইন্টারভিউয়ের সময় এবং স্থান উল্লিখিত ইন্টারভিউ লেটার পরীক্ষার্থীদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ। সেক্ষেত্রে প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য কল লেটার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল অর্থাৎ (https://www.wbbpeonline.com/dashboard) ব্যবহার করেও ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের সঙ্গে আনতে হবে, টেট অ্যাডমিট কার্ড, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নথি। আনতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বয়সের প্রমাণ পত্র। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক পরীক্ষা বা সমতুল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। ইন্টারভিউতে সঙ্গে আনতে হবে শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ বিএড অথবা ডিএলএড প্রশিক্ষণ সংক্রান্ত মার্কশিট এবং সার্টিফিকেট। স্নাতক বা গ্র্যাজুয়েশন স্তরের সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, দৈহিক প্রতিবন্ধী শংসাপত্র, এগজেমপ্টেড ক্যটেগরি সংক্রান্ত শংসাপত্রও রাখতে হবে। আগে চাকরি করে থাকলে সেই চাকরির শংসাপত্র, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে প্রথম এনগেজমেন্ট লেটার আনতে হবে। ভোটার কার্ড অথবা আধার কার্ড আনতে হবে ইন্টারভিউয়ে। এছাড়া একটি পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে সঙ্গে।