প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৫৩ জন প্রাথমিক ‘শিক্ষকের’ চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় এই নির্দেশ দেন তিনি। শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগ এখনও তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।শুক্রবার তাঁদের নিয়ে শুনানি ছিল। হাইকোর্ট সূত্রে খবর, বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, আজ দিনভর এই মামলায় বরখাস্তদের নিয়ে শুনানি চলবে। ফলে আরও বেশ কয়েকজনের চাকরি বাতিল হওয়ার আশঙ্কা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য।এর আগে প্রাথমিকে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্ট তখন ওই ২৬৯ জনের চাকরি বাতিলের উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল যে আগে এই ২৬৯ জনের বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে। যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাদেরই হলফনামা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই হলফনামায় ২৬৯ জনকে জানাতে হবে যে তাঁরা বৈধ ভাবে চাকরি পেয়েছেন |সেই অনুযায়ী, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। হলফনামা জমা দেন তারা। আজ, শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে ৫৪ জন হলফনামা জমা দেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩ জন। আসেননি একজন। হাইকোর্ট হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ওই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়।