দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই আবহে নির্বাচনের দাবিতে রাজ্যপালের উপস্থিতিতেই বিক্ষোভ প্রদর্শন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শনিবার উত্তাল হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের বক্তব্য, শেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে নির্বাচন করতে হবে। সমাবর্তনে যোগ দিতে এসে সমাবর্তন বার্তা দিলেন নয়া রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।শনিবার এসএফআই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। পড়ুয়াদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ওঠে স্লোগান। ভোট না হওয়ার প্রতিবাদ জানিয়ে অনেকেই আজকের সমাবর্তন অনুষ্ঠান থেকে ডিগ্রি নিচ্ছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। তবে তা বাইরেই, সমাবর্তন অনুষ্ঠান কেন্দ্রে নয়। এদিন উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার এবং অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতিতেই রাজ্যপালের সঙ্গে কথা বলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। পড়ুয়াদের পক্ষ থেকে বলা হয়, আচার্যকে অশ্রদ্ধা করা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁদের আবেদন, ছাত্র ভোট। শনিবার যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে যে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, বিন্দুমাত্র অনুমান ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা রাজ্যপালের সামনেই ছাত্রভোটের দাবিতে আন্দোলনের আঁচ লাগল অনুষ্ঠানে। সমাবর্তনের অনুষ্ঠান মঞ্চে রাজ্যপাল জানান, ছাত্রদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন, অনুষ্ঠানের পর শুনবেন তাঁদের কথা। সেইমতো অনুষ্ঠানে বক্তব্য শেষ করার পরই তিনি ডেকে নেন ২ ছাত্রকে।এসএফআই নিজেদের দাবিদাওয়া জানায়। মূলত ছাত্র সংসদ নির্বাচন বহুদিন ধরে স্থগিত, তা দ্রুত করতে আগ্রহী বলে জানান তাঁরা। সব শুনে রাজ্যপাল জানিয়েছেন, সমস্তটা খতিয়ে দেখবেন তিনি। পড়ুয়ারা যেন ভরসা রাখেন। সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনে ফেটসুর চেয়ারম্যান অরিত্র মজুমদার জানান, ”আমাদের দাবি ছিল আচার্য তথা রাজ্যপালের সঙ্গে দেখা করা, তাঁকে সব জানানো। আজ যেহেতু উনি এসেছেন, তাই আমরা ফেটসুর তরফে ছাত্র সংসদের ভোট নিয়ে সমস্যার কথা তুলে ধরি। বোঝানোর চেষ্টা করি যে আমরা কতটা ক্রাইসিসে আছি, ভোট না হলে কী কী সমস্যা হয়। উনি আশ্বস্ত করেছেন যে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব বোঝেন, যা করার করবেন।”