প্রসেনজিৎ ধর:- ফের বেলাগাম মন্তব্য করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যবাসীকে ‘ভিখারি’ বলে কটাক্ষ তাঁর। এই মন্তব্যের জেরে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির তীব্র সমালোচনায় সরব রাজ্যের শাসকদল।শনিবার দুর্গাপুরে দলীয় অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ । সরকারি প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতে গিয়ে তিনি বলেন, “এরা প্রত্যেকটা চোর। কিন্তু আপনাকে রেশন থেকে চাল দিয়েছে। কাপড় দিয়েছে। কোথাও কিছু টাকা দিয়েছে। দিদিমণি মাসে ৫০০ টাকা করে দিচ্ছেন। তার জন্য লোকে ভোট দিচ্ছেন। আর ৫ বছর ধরে তারা লুটছে। লক্ষ্মীর ভাণ্ডারে সারাদিন মহিলারা রোদ্দুরের মধ্যে বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কি না মাসে ৫০০ টাকা পাব। এত ভিখারি হয়ে গিয়েছি আমরা। কারণ কি কিছুই পাই না। যা পাই তাই ভাল। ৫০০ টাকা হলেও ঠিক আছে।” বিজেপি এর আগেও সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে গিয়ে ‘ভিখারি’ বলে অপমান করেছে বাংলার মানুষকে। তবে সম্প্রতি এই প্রকল্পকে কার্যত মান্যতা দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এই প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেবে। তবে এদিন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি’র বক্তব্যের পরে ক্ষুব্ধ বঙ্গবাসী। দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রাজ্য সরকারকে কটাক্ষ করতে গিয়ে তিনি রাজ্যবাসীকেই অপমান করেছেন বলে মত তৃণমূলের।
Hindustan TV Bangla Bengali News Portal