Breaking News

‘আসি যাই মাইনে পাই মানসিকতা চলবে না’, কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে চরম হুঁশিয়ারি মেয়রের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘আসি যাই মাইনে পাই। এই মানসিকতা থাকলে চলবে না। কাজ না করলে শোকজ করা হবে।’ শুক্রবার ‘টক টু মেয়রে’ পুর আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দিয়ে তাঁদের এভাবেই সতর্ক করলেন ফিরহাদ হাকিম।মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এসেসমেন্ট ডিপার্টমেন্ট তার নির্দেশ অনুযায়ী কাজ করছে না । একাধিক ফাইল দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। ফলে বহু কাজ আটকে থাকছে। আর কিছুদিন তিনি দেখবেন। তারপর তিনি গোটা ডিপার্টমেন্টকে শো কজ করবেন। ফিরহাদের চরম হুঁশিয়ারি জনগণের করের টাকায় বেতন পেয়ে যদি কেউ কাজ না করে তাহলে সে থাকবে আর না হলে তিনি মেয়র হিসেবে পুরসভায় থাকবেন না। শুক্রবার কলকাতা কর্পোরেশনের টক টু মেয়র শো’র পরে সাংবাদিক সম্মেলন করেন কলকাতা পৌরসভা মেয়র ফিরাদ হাকিম।আসেস্মেন্ট বিভাগ খুব ধীরে গতিতে কাজ করছে। তারা যদি ঠিক ভাবে কাজ না করে তাহলে সমস্ত বিভাগকে শো কজ করা হবে। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন আসে যায় মাইনে পাই। এটা হবে না। যে অভিযোগ করেছেন আমি নিজেই খুঁটিয়ে দেখতে সেই জায়গায় যাব বলে জানান মেয়র। তবে কাউন্সিলরের পাশে দাড়িয়ে তিনি বলেন, যে এটা কাউন্সিলরদের কাজ নয়।জোকা ব্যাপারটা আমি নিজে ছিলাম। প্রতিভা প্যাটেল এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে জমির ব্যাবস্থা করেছিলেন। পুরো স্ক্রিপ্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে এই প্রকল্পই হত না বলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন ,আমাদের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।পুর আধিকারিকদের ভর্ৎসনা করে কলকাতার মেয়র প্রশ্ন তোলেন, কনট্রাক্টর ঠিক মতো কাজ না করেই কীভাবে চলে গেল? কেন ব্ল্যাকলিস্টেড করা হল না তাকে? এরপরই যোগ করেন, সরকারি টাকা মানুষের টাকা। তা কোনওভাবে নয়ছয় করা যাবে না। আসি যাই মাইনে পাই। এই দৃষ্টিভঙ্গি থাকলে চলবে না। কাজ না করলে শোকজ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *