Breaking News

বর্ষবরণের আগে শহরে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার মাদক,ধৃত ১!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই নতুন ইংরেজি বছর। শনিবার রাতেই বর্ষবরণে মাতবে কলকাতাবাসী। তার আগেই মহানগরে বাজেয়াপ্ত করা হল ৫ কোটি টাকা মূল্যের মাদক। মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক যুবককে।শনিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জেরা করে মাদক পাচারচক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রশান্ত সরকার। ২৬ বছর বয়স তাঁর। ধৃত যুবক নদিয়ার শান্তিপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে থেকে মোট ১ কেজি ১৬ গ্রাম উচ্চমানের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৮ লাখ টাকা বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে এন্টালি থানা এলাকার শিয়ালদহ স্টেশন রোডে হানা দিয়ে প্রশান্ত সরকারকে প্রথমে আটক করেন তদন্তকারীরা। তাঁকে আটক করার পর তল্লাশি চালান স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। তল্লাশি চালিয়ে ওই যুবকের থেকে উচ্চমানের হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বিপুল পরিমাণ মাদক পাওয়ার পর প্রশান্ত সরকারকে গ্রেফতার করেছেব পুলিশ। ধৃত ওই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে গ্রেফতারের পর শনিবার তাঁকে আদালতে পেশ করেছে পুলিশ।উল্লেখ্য বর্ষবরণের রাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট-সহ গোটা কলকাতায়। গোটা কলকাতা জুড়ে শনিবার মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি। থাকবে দুইটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নজরদারির জন্য ড্রোন-ও ব্যবহার করা হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *