Breaking News

রয়েছে হামলার আশঙ্কা!বাংলার রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিরাপত্তা বাড়ানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হামলার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় এটা বলা হয়েছে। এবার থেকে কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাজ্যপাল আনন্দ বোস। গোটা দেশের যেখানেই তিনি যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। এর আগে জগদীপ ধনখড়কেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছিল। তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সিভি আনন্দ বোসকেও একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন আনন্দ বোস। তাই তাঁর উপর হামলা হতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে এই মর্মে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *