দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিন বেলা ২টোয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাদের সিদ্ধান্ত জানায়। আদালত জানিয়েছে, তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে অনুব্রতকে জামিন দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে।বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গরু পাচারে অনুব্রতের যোগ থাকা সংক্রান্ত মামলায় রায়দান করেন। এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, ‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না।’ আদালতের এই রায়ের পর আপাতত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। তার পর থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি। কেষ্টর আইনজীবী আদালতে তাঁর জামিন চেয়ে যুক্তি দেন, একই মামলায় সতীশ কুমার-সহ অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। কিন্তু তার পরেও কোন যুক্তিতে তাঁর মক্কেলকে ১৪৫ দিনের বেশি জেলে বন্দি থাকতে হচ্ছে? সিবিআইয়ের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টে জানায়, বকটুই গণহত্যা কাণ্ডে অনুব্রতের জড়িত থাকার প্রমাণ মিলেছে।একই সঙ্গে মঙ্গলবারের শুনানিতে বগটুই মামলায় সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় অনুব্রতর মামলায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে অভিযুক্ত করার কথা জানান তাদের আইনজীবী।