Breaking News

‘ভুয়ো খবর ছড়িয়ে বাংলাকে বদনাম করার চক্রান্ত’,বন্দে ভারত ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় বাংলাকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত করা হবে না।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। বাংলা থেকে পাথর ছোড়া হয়নি। তবে বাংলার বদনাম করা হচ্ছে। ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্রে ক্ষোভ থাকলে বিহারের মানুষকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাঁদেরও পাওয়ার অধিকার আছে। আজ বিজেপি নেই বলে তাঁরাই বা পাবে না কেন?’ মমতা এদিন আরও বলেন, ‘‘বন্দে ভারত কী? পুরোনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেলের দাবি, নিউ জলপাইগুড়িগামী আপ ‘বন্দে ভারতে’ পাথর ছোঁড়া হয় বেলা ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে ৪ জনকে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরার ছবিতেই ধরা পড়ছে পাথর ছোড়ার সময়। কোনও স্টেশন নয়। গ্রামাঞ্চল থেকেই ছোড়া হয় পাথর। বাংলায় নয়। মঙ্গলবার পাথর ছোড়া হয় বিহার থেকে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকের এই দাবির পরই তৃণমূলের পালটা অভিযোগ, বদনাম করতেই আগে থেকে বাংলার দিকে আঙুল!অন্যদিকে বন্দে ভারত ট্রেনে মঙ্গলবার পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে, এ কথা বৃহস্পতিবার রেলের তরফে জানিয়ে দেওয়ার পর মুখ পুড়েছে বিজেপির। রাজ্যের একাধিক বিজেপি নেতা দাবি করছিলেন বাংলায় সন্ত্রাসবাদীরা এই হামলা করেছে। কিন্তু রেলের তরফে সিসিটিভি ফুটেজ সামনে এনে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের মধ্য দিয়ে বন্দে ভারত যাওয়ার সময়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *