প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ বছরে পা দিলেন। এদিন প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু প্রার্থনা করেন। বৃহস্পতিবার সকালে প্রতি বছরের মতো এবারও একটি টুইট করে নরেন্দ্র মোদী মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রী বলেন, “মমতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।”এবছর ৬৮-তে পা দিলেন সকলের প্রিয় দিদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশিই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য টুইটে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। একে একে তাঁকে জন্মদিনের উইশ করেন, বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার সহ একাধিক রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রীরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দলের সুপ্রিমোর জন্মদিনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তাঁর মঙ্গলকামনায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন অনুগামীরা। জন্মদিনে নিজের জন্য কোনও আড়ম্বর নয়, রাজ্যের মানুষের জন্যই নানা কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী।টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন মমতা বন্দোপাধ্যায় | তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানান সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিরা। শাসকদলের নেতা মন্ত্রীদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা। একইসঙ্গে দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় স্তরের বহুনেতাও মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।