প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি নেওয়া হয়। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তবে এই কর্মসূচি হবেই বলে হুঙ্কার ছেড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরই দুপুরে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচির অনুমতি নিয়ে তর্কাতর্কি থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি নেতা সজল ঘোষকে টেনে–হিঁচড়ে লালবাজারে নিয়ে গেল পুলিশ।জানা গিয়েছে, বাবুঘাটে বাজে কদমতলা ঘাটে গঙ্গাপুজোর আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। গঙ্গা আরতি ও গঙ্গাপুজোর জন্য বিজেপির তরফে সেনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়ের মাঝে এই কর্মসূচিতে অসুবিধা হতে পারে কারণ দেখিয়ে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে এই কর্মসূচি পিছিয়ে দেওয়ারও অনুরোধ করা হয়। বলা হয় গঙ্গাসাগর মেলা ও জি২০ শেষ হওয়ার পর আবেদন জানাতে। কিন্তু কোনও অনুরোধ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার পুলিশি অনুমতিকে উপেক্ষা করে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ সেখানে এসে মঞ্চ খুলে ফেলতে শুরু করলে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী-সমর্থকরা। আসেন বিজেপি নেতা সজল ঘোষও। পুলিশের সঙ্গে তাঁর বাক-বিতন্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁকে সেখান থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। কেন তাঁকে পুলিশ নিয়ে যাচ্ছে বারবার জানতে চান বিজেপি নেতা। বিজেপি নেতাকে লালবাজার নিয়ে যাওয়ার পর গঙ্গা আরতির মঞ্চও খুলে ফেলা হয়। এতকিছুর পরেও বিজেপি কর্মসূচি নিয়ে অনড়।