দেবরীনা মণ্ডল সাহা :-সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই ফের একবার ঘটল বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি । মঙ্গলবার সকালে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। বিস্ফোরণে দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামারহাটির মসজিদ মোড়ে অটোরিক্সার গ্যাস রিফিলিংয়ের দোকানে এই বিস্ফোরণ হয়। এখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে অটোতে গ্যাস ভরা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের আওয়াজ শুনে প্রথমে বোমা বিস্ফোরণ হয়েছে বলে গুজব ছড়ায়। কিন্তু পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অবৈধ এই গ্যাস ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ কামারহাটিতে তখন রাস্তার পাশে বেআইনিভাবে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ চলছিল। এরই মধ্যে কোনও কিছু ফাটার আওয়াজ পান স্থানীয়রা। দেখতে পান রাস্তার মধ্যে ২ জন যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন। আরও কয়েকজন রক্তাক্ত। আহতদের নিয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ছোটেন তাঁরা।
এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তারা এসে ঘটনাস্থল খতিয়ে দেখে জানায়, গ্যাস সিলিন্ডারে কোনও বিস্ফোরণ হয়নি। যদিও প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, ব্যাগে রাখা বোমা ফেটেছে। প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, রাস্তায় ২ যুবকের বচসা হচ্ছিল। তাদের একজনের হাতে ছিল একটা ব্যাগ। সেই ব্যাগে রাখা বোমাই অসাবধানতায় ফেটেছে। গুরুতর আহত ২ যুবকের মধ্যে ১ জনের ব্যাগে ছিল বোমাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ | কীভাবে বিস্ফোরণ হল তা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা |পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।