বাবলুপ্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা:- ইঁট পাচারের অভিযোগে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল। বুধবার দুপুর ১২ টা নাগাদ হাসপাতালের ইঁট পাচারের অভিযোগে পুলিশ ২ জন ইঞ্জিন ভ্যান চালককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাব ভবনের নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে।

আর এই কাজের ইঁটই এদিন দুপুরে গোপন ভাবে ইঁট ইঞ্জিন ভ্যানে ভর্তি করে পাচার করা হচ্ছিল। আর গোপন সূত্রে খবর পেতেই এদিন ইঁট সহ ২ জন ইঞ্জিন ভ্যান চালককে আটক করে পুলিশ এবং আটক করে ৪ টি ইঞ্জিন ভ্যানও। তবে কি কারণে ইঁট নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার বলেন ইট পাচারের ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি বিষয়টি ঊধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal