প্রসেনজিৎ ধর :- কারখানার দাবিতে সিঙ্গুরের রতনপুর থেকে বন্ধ টাটা কারখানার এক নম্বর গেট অবধি সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল মিছিল করে বামফ্রন্ট দলের নেতা কর্মীরা। এমনকি এদিন রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভোটের আগেই যখন বাংলার পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে সেই পরিস্থিতিতে বাংলার শাসক দল থেকে রাজ্যের একাধিক নেতাকে কটাক্ষ করেন এই বর্ষীয়ান বাম নেতা।
তিনি জানান, “আর রাজ্যে দিন দিন বেকার সংখ্যা বাড়ছে। সিঙ্গুরে এসে মুকুল রায় বলেছেন তাদের তখন ভুল হয়েছিল। কিন্তু সেই সময় বিজেপির রাজনাথ সিং মমতার পাশে থেকে শিল্প ধ্বংস করতে সাহায্য করেছিল। কর্মসংস্থান নেই রাজ্যে।” এমনকি মমতাকে দুষে তিনি আরো বলেন, “এখন ভোটের মুখে বলছেন সিঙ্গুরে কারখানা হবে কিন্তু যে ধ্বংস করে সে তৈরি করতে পারেনা। কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় এসে দেখিয়ে দেবে এই সিঙ্গুরকে বাঁচিয়ে তুলতে পারে বামপন্থীরা”। অন্যদিকে তৃণমূলকে দোষারোপ করার পাশাপাশি এদিন তিনি বলেন, বিজেপি যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন দিতে পারেনা তারা পরিযায়ী নেতাদের জন্য প্লেন পাঠাচ্ছেন। এছাড়াও মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal