প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বামী বিবেকানন্দের জন্মদিনেও নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে সিমলা স্ট্রিটে স্বামীজিকে স্মরণ করে শিক্ষার হাল নিতে মমতা সরকারকে আক্রমণ করেন তিনি।পালটা শুভেন্দুকে জবাব দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পর তৃণমূলকে খোঁচা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “স্বামীজি এই শিক্ষা দেখে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন। এরাজ্যের শিক্ষার যা অবস্থা করেছে। গোটা শিক্ষাদপ্তরটাই ভিতরে।”প্রতি বছরের মতো এবছরও কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকান্দের জন্মস্থানে তাঁকে স্মরণের আয়োজন হয়েছিল। এদিন সকালে সেখানে গিয়ে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য দেন শুভেন্দুবাবু। যুগপুরুষের জন্মদিনে তাঁকে স্মরণ করতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গত বছর জুন মাস থেকে সিবিআই তদন্তে উঠে আসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর ছবি। গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এর পর গ্রেফতার হন এসএসসি-র উপদেষ্টা কমিটির একাধিক সদস্য। গ্রেফতার হন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টিপ্পনিকে মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূল। পালটা তাঁকে খোঁচা দেন শশী পাঁজা। তিনি বলেন, “এঁদের বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর অধিকারই নেই। বিজেপি নেতার দীনতা দূর হোক। চৈতন্য হোক।” উল্লেখ্য, এদিন শশী পাঁজাও সিমলা স্ট্রিটে যান। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।