দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড । বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লেগেছে বলে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে শতাধিক দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে ।ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিশ কমিশনার। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সল্টলেকের এফডি ব্লকের বাজারে আগুন লাগে। ওই বাজারে শতাধিক ঝুপড়ি দোকান রয়েছে। তারই একটিতে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল ওই দোকানগুলিতে। গোদের উপর বিষফোঁড়ার মতো হাওয়া বইছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দমকলে খবর দেয়। তবুও বেলা ন’টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।দমকল সূত্রে খবর, ওই এলাকায় প্যান্ডেলের প্রচুর বাঁশ মজুত রয়েছে। পাশাপাশি হাওয়া রয়েছে। একদিকে আগুন নেভানো হলে অন্যদিকে আগুন ধরে যাচ্ছে। পকেট ফায়ার রয়েছে বিভিন্ন জায়গায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনারও। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। কারণ জানার চেষ্টা চলছে। মন্ত্রী জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু কিছু পকেট ফায়ার রয়েছে। তা নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা।”ভোলানাথ পাইক নামে এক দোকানদার আহত হয়েছে সিলিন্ডার বাস্ট করে। তাঁকে ইতোমধ্যেই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal