Breaking News

পঞ্চায়েত ভোটের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগামী সপ্তাহে জনসভা মেঘালয়েও!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই দু’‌রকম পরিস্থিতিতে এবার জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই তা শুরু করছেন মুখ্যমন্ত্রী। জেলা সফর চলাকালীন মাঝপথে মেঘালয় গিয়ে একটি জনসভা করার কথা তাঁর। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি নিয়ে বের হচ্ছেন তৃণমূল সুপ্রিমো।সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ওইদিন অর্থাৎ সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে| সাগরদিঘিতে তাঁর কর্মসূচি রয়েছে। এরপর সেখান থেকে চলে যাবেন আলিপুরদুয়ার। ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে মেঘালয়ে যাওয়ার কথা। তুরা কেন্দ্রে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৯ তারিখ ফিরবেন আলিপুরদুয়ার। সেখান প্রশাসনিক সভা রয়েছে তাঁর।মুর্শিদাবাদের উন্নয়নের একগুচ্ছ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণায় সোমবার দুপুরে সাগরদিঘির ধূমার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতা। জেলার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সাগরদিঘির বিধায়ক খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণ ঘটেছে।

প্রয়াত দলীয় নেতা ও মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক বৈঠকে এসে সাগরদিঘিকে বেছে নিয়েছেন। মুর্শিদাবাদের পর মুখ্যমন্ত্রী চলে যাবেন আলিপুরদুয়ারে। সেখান থেকে যাবেন মেঘালয়ে। আলিপুরদুয়ারে আবার ফিরে আসবেন এবং তারপর নদিয়া যাওযার কথা আছে। আর আগামী ৩১ জানুয়ারি বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে বোলপুরে। এমনকী ১ ফেব্রুয়ারি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হতে পারে জেলায়। মাঝে কলকাতায় ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায় ফের চলে যাবেন কেষ্টর জেলায়। আপাতত মুখ্যমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে এটাই জানা গিয়েছে। এই সমস্ত জেলায় সরাসরি নজর রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *