নিজেস্ব সংবাদদাতা :- শুক্রবার রাজ্য বাজেট | তবে সেই বাজেট পেশের সময় সশরীরে বিধানসভায় নাও উপস্থিত থাকতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র | সেক্ষেত্রে বিধানসভায় অর্থমন্ত্রী হাজির না থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পড়তে পারেন বলেও সূত্রের খবর | অমিত মিত্রের শারীরিক অবস্থা ভাল নয় | সূত্রের খবর, তিনি বাড়ি থেকে জুম বা গুগল মিটের মাধ্যমে বাজেটে অংশ নিতে পারেন | নবান্ন সূত্রের দাবি, অর্থমন্ত্রী অমিত মিত্র ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে এ বছর বাজেট পড়া থেকে অব্যাহতি চেয়েছেন | সেই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং উপদেশেই তিনি এই চিঠি লিখছেন |
মুখ্যমন্ত্রীকে বাজেটপাঠের অনুমতি দেওয়ার জন্য ওই চিঠিতেই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী | শুক্রবার বিকেল চারটে নাগাদ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা| সামনেই বিধানসভা নির্বাচন| তার আগে এবারের রাজ্য বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ|উন্নয়নে গতি আনাই বাজেটের লক্ষ্য হলেও এ বছর বাজেটে অতিরিক্ত চমকও থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল | সংখ্যালঘু, আদিবাসী, তফশিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য বিশেষ প্রকল্প আনতে পারে রাজ্য| কৃষকদের জন্য বাড়তি সুবিধাও বাজেটে থাকার সম্ভাবনা রয়েছে | অনলাইনে ক্লাস করতে ট্যাবের টাকা দেওয়া, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলিও বাজেটে উঠে আসতে পারে বলে অর্থ দফতর সূত্রে খবর |