Breaking News

সরস্বতী পুজোয় হাতেখড়ি হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি হবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওইদিন রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টায় হবে এই অনুষ্ঠান। বাংলার রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।রাজ‌্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই সি ভি আনন্দ বোস বাংলা ভাষা নিয়ে তাঁর ইচ্ছা-উৎসাহর কথা জানিয়েছিলেন। বড়দিনে বাংলাভাষায় বই লেখার ইচ্ছেপ্রকাশও করেছিলেন রাজ‌্যপাল। সেদিন এক অনুষ্ঠানে রাজ‌্যপালকে বলতে শোনা গিয়েছিল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়েছি। ছোট্ট মিনির চরিত্রটা আজও আমার মনে দাগ কেটে আছে।

সনাতন ধর্মের প্রচলিত প্রথা অনুযায়ী, প্রথম কোনও শিশুকে অক্ষর জ্ঞানের পরিচয় করাতে দেবী সরস্বতীর সামনে মন্ত্র পড়ে হাতেখড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই প্রথা মেনে রাজভবনে সরস্বতী পুজোর দিনে রাজপালকে হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করা হল।সেই হাতেখড়ির উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *