প্রসেনজিৎ ধর, কলকাতা :- সর্বদলীয় বৈঠকে ‘রিমোট ভোটিং’-এর বিরোধিতা আগেই করেছিল তৃণমূল কংগ্রেস। এবার ‘রিমোট ভোটিং’ নিয়ে কমিশনের কাছে সরাসরি চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ।নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বলেছেন, সম্প্রতি তারা নির্বাচন কমিশনের পাঠানো চিঠি পেয়েছেন। কমিশন ‘রিমোট ভোটিং’- কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তাদের মতামত জানতে চেয়েছে। অভিষেকের মন্তব্য এই সিস্টেম চালু হলে ভোটারদের ভোটে অংশগ্রহণের সংখ্যা বাড়ার বিষয়টি গুরুত্ব পেলেও গোটা বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিবহুল।তাই তড়িঘড়ি নির্বাচন কমিশনের ‘রিমোট ভোটিং’ নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয় বলে মনে করে তার দল।এমন ব্যবস্থা চালু হলে ভোট কারচুপির সমূহ সম্ভাবনা থাকবে বলে মনে করছে একাধিক বিরোধী রাজনৈতিক দল।
কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে ‘রিমোট ভোটিং’ ব্যবস্থার বিরোধিতাও করে তৃণমূল। তারপরেই, অভিষেকের আজকের এই চিঠি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।প্রসঙ্গত, কাজের কারণে বহু পশ্চিমবঙ্গবাসীই ভিনরাজ্যে থাকেন। রয়েছেন বহু পরিযায়ী শ্রমিকও। রাজ্যে ভোট হলে, অনেকে ভোটারই ছুটি পান না বলে রাজ্যে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না। তাছাড়া, ভোট দিতে একদিনের জন্য বাড়ি ফেরার হুজ্জুতি পোহাতে চান না অনেকে। সেক্ষেত্রে, কমিশন মনে করছে, ‘রিমোট ভোটিং’ ব্যবস্থা চালু হলে, ভিনরাজ্যে থেকেও ভোট দিতে পারবেন যে কোনও ভোটার।