Breaking News

নেতাজির লক্ষ্যেই এগোচ্ছে আরএসএস!নেতাজি জয়ন্তীতে নয়া ভারত নির্মাণে সংঘবদ্ধভাবে কাজের ডাক মোহন ভাগবতের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার, নেতাজির ১২৭ তম জন্মদিনে কলকাতার শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানাল আরএসএস। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত । নেতাজির আদর্শ কীভাবে সংঘের কাজকর্ম চলে, তা বোঝালেন তিনি। ভাগবতের দাবি, তৃণমূল স্তর থেকে ভারত গঠনের কাজই করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।শহিদ মিনার প্রাঙ্গণে এদিন পরাক্রম দিবসে নেতাজি স্মরণে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি। এটা আমরা প্রতিবার করি। শ্যামবাজারে একবার আমি ছিলাম। আমরা প্রথম থেকেই করে আসছি। সংগঠন এখন বড় হয়েছে বলে মানুষ জানতে পারে। শুদ্ধ মানবতাপূর্ণ জীবন যার, তাঁকে স্মরণ করি আমরা। সমাজের প্রতি ওনার ভাবনাকে সম্মান জানাই। এত পড়াশোনা জানতেন, অনেক টাকা উপার্জন করতেই পারতেন! কিন্তু দেশের জন্য জীবন কাটিয়েছেন। নিজেকে পূর্ণ সমর্পণ করেছিলেন দেশের জন্য। নিজের জীবনের পরোয়া করেননি। এটাও দেশের জন্য তপস্যা। ওই সময় উনি কিছু-ই পাননি।’

মোহন ভাগবত আরও বলেন,’স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই। আজকেও নেতাজি-ই। নেতৃত্ব করেন যিনি, তিনিই নেতাজি। ওনার সব গুণ আমাদের ভিতরে থাকা জরুরি। ওনার যে ভারতের স্বপ্ন ছিল তা পূরণ করতে হবে। কংগ্রেসের আন্দোলনে ভাগ নিয়েছিলেন তিনি। কিন্তু যখন উনি দখলেন যে ওইভাবে হবে না, তখন সশস্ত্র পথ বাছেন। কিন্তু রাস্তা তো একটাই ছিল দেশ।’অনুষ্ঠান শেষের পরই তা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ”নেতাজি আপনাদের পছন্দ করতেন না, আপনাদের সঙ্গে বিরোধ ছিল। উনি ধর্মনিরপেক্ষ ছিলেন। আর এখন ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো হয়। আপনাদের অধিকারই নেই নেতাজিকে নিয়ে কোনও কথা বলার।” সংঘ ঘনিষ্ঠ দিলীপ ঘোষের পালটা মন্তব্য, ”নেতাজি অনেক বড়, তাঁকে নিয়ে টানাটানি করে লাভ নেই। নেতাজি দেশনায়ক ছিলেন। আরএসএস দেশভক্ত, তাঁরা নেতাজির অনুপ্রেরণা নিয়েই কাজ করবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *