Breaking News

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের নথি থেকে উদ্ধার সাংকেতিক চিহ্ন, উদ্ধারে মরিয়া চেষ্টা ইডির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি এবং খাতা নিয়ে চিন্তিত ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, ওই ডায়েরিতে একাধিক তথ্য সাংকেতিক চিহ্নের মাধ্যমে লেখা রয়েছে। সাংকেতিক চিহ্ন কীভাবে উদ্ধার করা হবে, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসের কাছ থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে সেই ডায়েরিতেও বেশ কিছু সাংকেতিক চিহ্ন পাওয়া গিয়েছে। তার সঙ্গে কুন্তলের ব্যবহার করা সাংকেতিক চিহ্নের কোনও যোগ রয়েছে কিনা তা জানতে তাপসের ডায়েরির সঙ্গে তা মিলিয়ে দেখবেন ইডির আধিকারিকরা। উল্লেখ্য, তাপস দাবি করেছিলেন, নিয়োগে দুর্নীতিতে কুন্তল কয়েক কোটি টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে কুন্তল ১৯ কোটি টাকা পেয়েছিল বলে দাবি করেন তাপস।৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে কুন্তল ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিল বলে দাবি করেন তাপস। প্রসঙ্গত, শনিবার কুন্তলকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে ইডি। পরে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, আজ সোমবার কুন্তলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগরের হাসপাতালে|

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি তাপসকে টাকা দিয়েছি। সেই প্রমাণ আমি সিবিআইকে দিয়েছি।’ইডি সূত্রে খবর, কুন্তলের ডায়েরিতে গোলাকার সাংকেতিক চিহ্ন রয়েছে। ওই সাংকেতিক চিহ্নের মাধ্যমে কুন্তল ঠিক কী তথ্য লিখে রেখেছেন, তা ডিকোড করতে ব্যস্ত ইডি আধিকারিকরা। ওই সাংকেতিক চিহ্নের রহস্যভেদ করলে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। এছাড়া ধৃত তৃণমূল যুব নেতার ডায়েরিতে একাধিক সংক্ষিপ্ত নাম লেখা রয়েছে বলেও দাবি ইডি’র। ‘SA’ এবং ‘PS’ নামের উল্লেখ রয়েছে। তারা কে, তা জানতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *