Breaking News

প্রণবপুত্র অভিজিৎ নন, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর :-সব জল্পনার অবসান। মুর্শিদাবাদের সাগরিঘি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের ফলেই সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আসনটিতে ভোট নেওয়া হবে। ফল ঘোষণা ২ মার্চ।সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। তাঁর মৃত্যুর কারণেই উপনির্বাচনের ফলে সকলের নজর ছিল ওই কেন্দ্রে কাকে প্রার্থী করে শাসকদল। কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎকে প্রার্থী করবে তৃণমূল। কিন্তু দলের তরফে তালিকা প্রকাশিত হতেই দেখা গেল অভিজিৎ নন, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

নাম ঘোষণার পরই দেবাশিসবাবু বললেন, “জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী আমি।”জানা গিয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েতের সমশাবাদের বাসিন্দা তিনি। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। সূত্রের খবর, প্রাক্তন বিধায়ক সুব্রত সাহার সঙ্গে তাঁর মতানৈক্য ছিল। ২০১৬ সালে যুব সভাপতি থাকাকালীন সুব্রত সাহার বিরোধিতা করায় নির্বাচনের মুখে মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁকে দলবিরোধী কাজের জন্য বহিস্কার করেছিলেন। মাস কয়েক আগে সাগরদিঘির বিধায়ক মন্ত্রী সুব্রত সাহার আপওি থাকা সত্ত্বেও সাগরদিঘির ব্লক সভাপতি করা হয় দেবাশিস বন্দোপাধ্যায়কে। এবার উপনির্বাচনের প্রার্থী তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *