নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবারই বারুইপুরের ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় মুকুল রায়, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপিতে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। আর নতুন দলে যোগ দিতেই বিপত্তির আভাস পেলেন দীপক হালদার।
দিন দুই কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল ডায়মন্ড হারবারে৷ পোস্টারের লেখন “গদ্দার বিধায়ক”। লেখা হয় “ডায়মন্ড হারবারের গণদেবতাকে আড়াল করে কত টাকার বিনিময়ে বিক্রি হলে? গদ্দার বিধায়ক জবাব দাও।” আপাতত এই অপমাজনক পোস্ট ছেয়ে গিয়েছে স্টেশনবাজার থেকে জেটিঘাট পর্যন্ত জাতীয় সড়কের দুধার। এমনকি এই পোস্টারে জাহাজ ইউনিয়ন থেকে টাকা নেওয়া একাধিক বিষয় নিয়ে লেখা হয়। অন্যদিকে এই গোটা ঘটপনায় দীপক হালদার জানান, “আগামী দিনে ডায়মন্ড হারবারে মানুষ বিচার করবে কে “গদ্দার”। আমার জানার বিষয় তৃণমূল কংগ্রেসে আর কি “গদ্দার” আছে, যদি থাকে তাদের নামগুলো প্রকাশ করা হোক, না হলে যারা দল থেকে বেরোবে তারা “গদ্দার” আর দলে থাকলে সব ভালো আর দল থেকে বেরোলেই ‘গদ্দার”। চোর চোট্টা চিটিংবাজ তোলাবাজ যারা তারা এই ধরনের কথাগুলো বলছে। তারা পোস্টারিং করছে।”