নিজস্ব সংবাদদাতা :-গত বছরেই পুরনো দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কয়েক মাস ধরেই দলের সাথে তাল মেলাতে পারেননি শুভেন্দু, এরপর সব জল্পনা কাটিয়ে বিজেপিতেই যোগ দেন। আর তার মাস কয়েক কাটতেই এবার খবর বিজেপির সঙ্গে কার্তিকবাবুরও নাকি যোগাযোগ হয়েছে। তবে এই বিষয়ে কার্তিকবাবুর মত, ‘‘সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি।’’
অন্যদিকে এই নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘বিজেপির দিক থেকে কেউ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেননি। আর কাউকে যোগাযোগ করার দায়িত্বও দেওয়া হয়নি।’’ তৃণমূল ছাড়তেই শুভেন্দু এক এক করে পুরনো দল সম্পর্কে বহু অভিযোগই এনেছেন। শুধু কাজই নয়, আমফান থেকে রাজ্যের চালের টাকা। এমনকি ভাতার টাকা থেকে শুরু করে শিল্প একাধিক বিষয় নিয়েই মমতাকে আক্রমণ করেন। কিন্তু এদিন কার্তিক বাবুর বিজেপি যোগ এই খবর আসতেই বাংলার রাজ্য রাজনীতিতে আরো একবার জোর জল্পনা শুরু হয়েছে।