দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জমি বিতর্ককে কেন্দ্র করে উত্তাল বঙ্গ। অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তেই এখন নজর সকলের। বিতর্ক মাত্র ১৩ ডেসিমেল জায়গা নিয়ে। সেই বিতর্কের মাঝেই নোবেলজয়ীর বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |৩১ জানুয়ারি বোলপুর সফরে যাচ্ছেন মমতা। অনুব্রতহীন বীরভূমে তাঁর প্রথমবার সফর। দলীয় সূত্র খবর এই সফরেই তিনি অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন।নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের জমিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বিশ্বভারতীর জমি দখল করে আছেন বলে ইতিমধ্যে অর্মত্য সেনকে একাধিক চিঠি পাঠিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চত্রুবর্তী। এমনকী তিনি অর্থনীতিবিদের নোবেলপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। পাল্টা আইনজীবীর চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন অমর্ত্য সেন। এই বিতর্কের মধ্যে ঢুকে পড়ছে তৃণমূলও। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের নিন্দা করেছেন সাংসদ সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়। এই পরিস্থিতি বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে গিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী মতপ্রকাশ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। সম্প্রতি শান্তিনিকেতনে ফেরার পর থেকেই তাঁর সঙ্গে বিশ্বভারতীয় সংঘাত চলছে। এই বিতর্কের মাঝেই অমর্ত্য বলেন,’দিল্লির অনেকে আমাকে পছন্দ করে না। এই চিঠি পাঠানোর পিছনে তাঁদের হাত থাকতে পারে। সেই সংঘাতের আবহে প্রচীতিতে গিয়ে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিতে চান তিনি।কিছুদিন আগেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির প্রভাব এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনার কথা নিজেই বলেছিলেন অমর্ত্য সেন। আর সম্প্রতি শান্তিনিকেতনে ফেরার পর থেকেই বিশ্ব ভারতীর সঙ্গে টানা সংঘাত চলছে তাঁর।
সেই আবহে মুখ্যমন্ত্রী নোবেলজয়ীকে পাশে থাকার বার্তা দেবেন বলেই মত বিভিন্ন মহলের। আগামী ৩১ জানুয়ারি বোলপুর যাচ্ছেন মমতা। ইতিমধ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূল নেতা সৌগত রায়, সুখেন্দু শেখর রায়। এবার মমতা স্বয়ং শান্তিনিকেতনে দাঁড়িয়ে অমর্ত্য সেন বিতর্কে কী বলেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।