প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তাই লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এখানে। আর এই বইমেলাকে কেন্দ্র করে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর। শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এমনকী সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো চালানো হবে বলেও খবর মিলেছে। স্বাভাবিক দিনে এই সংখ্যা থাকে ১০৬টি। বইমেলার সময় মেট্রো পরিষেবা মিলবে ৬টা ৫০ থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। তবে বেলা ২টো ৪০ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে।ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। অন্যান্য দিন ১০৬ টি মেট্রো চলে। বইমেলা উপলক্ষে চলবে ১২০ টি ট্রেন। এই কয়েকদিনের মধ্যে ৫ ও ১২ ফেব্রুয়ারি রবিবার। এমনিতে রবিবার এই রুটে মেট্রো না চললেও এই দুই রবিবার চলবে মেট্রো। আপ ও ডাউনে ৪০ টি করে মোট ৮০ টি মেট্রো চলবে। এছাড়া অন্যান্য দিনেও মেট্রোর সময়সূচিতে বদল হচ্ছে। চলবে বাড়তি মেট্রো।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ তারিখ থেকে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫০ থেকে। এখন তা ৬.৫৫এ ছাড়ে। আর উল্টোদিক অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে সকাল ৭টায়। ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। শেষ মেট্রোটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯.৩৫-এ। আর সেক্টর ফাইভ থেকে ৯.৪০-তে ছাড়বে শেষ ট্রেন। রবিবার অবশ্য সময়সূচি একটু ভিন্ন। ওইদিন দুপুর ১২.৫০ থেকে চলবে মেট্রো। শেষ মেট্রো রাত ১০টায়।সূত্রের খবর, বইমেলাকে সামনে রেখে মেট্রো পরিষেবা বাড়ানো হলে আয়ও বাড়বে। সেটাও একটা বড় কারণ। ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত মেট্রো পরিষেবা বাড়িয়ে লাভের গুঁড় চেখেছিল মেট্রো কর্তৃপক্ষ। তাই রবিবার সারাদিনে আপ ডাউন মিলিয়ে ৮০টি মেট্রো চলাচল করবে। বইমেলা চলাকালীন দুটি রবিবার পড়ছে। ৫ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি। সুতরাং ছুটির দিনে মানুষ বেশি করে বইমেলায় আসবে। তাই শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টা ৫০ মিনিটে।
আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। আর সল্টলেক শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। উল্লেখ্য, এই মেট্রো পরিষেবা বাড়ানোর জন্য মানুষজনের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে আর তিনদিন বাকি। ইতিমধ্যেই সেখানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।