নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এমন সব জায়গার নাম বদল করা হবে, যেগুলি ব্রিটিশ কিংবা মুঘল। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘মুঘলরা অনেক হিন্দুকে হত্যা করেছে এবং মন্দির ধ্বংস করেছে। তাদের নামে নামাঙ্কিত সব জায়গার নাম পরিবর্তন করতে হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আমরা এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ ও মুঘলদের নাম সব জায়গা থেকে মুছে দেব।’ তাঁর কথায়, ‘মুঘলদের নাম ও চিহ্ন সব জায়গা থেকে উপড়ে ফেলা হবে।’রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নামবদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, শুধু মোঘল গার্ডেন নয়। ভারত থেকে মোঘলদের সব স্মৃতি মুছে ফেলা উচিত। শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে বাংলা থেকে ব্রিটিশ এবং মোঘলদের সব স্মৃতি মুছে দেওয়া হবে। শনিবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম বদলের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশ ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। তার সঙ্গে সামঞ্চস্য রেখেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উদ্যানটির নাম অমৃত উদ্যান রাখছেন। আজ রবিবারই এই সুসজ্জিত অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। বিরোধীদের অভিযোগ, দেশ থেকে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে সরকার।যার জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে বলেছেন,”মোঘলরা হাজারো হিন্দু মেরেছে। মন্দির ধ্বংস করেছে।
তাই ওদের নাম অনুসারে যা যা এদেশে আছে, সব নাম বদলে ফেলা উচিত। শুধু মোগল গার্ডেন নয়, দেশের সব শহর, সব গ্রাম যেখানে যেখানে মোঘলদের নাম আছে, সব মুছে ফেলা উচিত। আমরা বাংলায় ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে মোঘল এবং ব্রিটিশদের সব স্মৃতি মুছে দেব।” বস্তুত, শুভেন্দু স্পষ্টতই মোঘলদের হিন্দু বিদ্বেষী এবং দেশবিরোধী হিসাবে উল্লেখ করেছেন। বিরোধী দলনেতার এই মন্তব্যে ধর্মীয় বিভাজনের উসকানি দেখছে তৃণমূল ।